Header Ads

ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে তছনছ ফসলে জমি।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে মাঠের পর মাঠ তলিয়ে গেছে ফসলে জমি। শীষে ভরা ধান দমকা হাওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। এছাড়াও শীতকালীন সবজিসহ নষ্ট হয়েছে কলার বাগান ও পানের বরজ। পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা ও  সাতক্ষীরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি বিভাগ। জীবন-জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা কৃষক।




ঘূর্ণিঝড় সিত্রাং কৃষকের রোপা আমনসহ সবজির ক্ষেত তছনছ করে দিয়েছে। হেক্টরের পর হেক্টর ফসলের মাঠ পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। 

ভারি বৃষ্টি ও প্রচন্ড বাতাসের তান্ডবে বাগেরহাটের শরণখোলাসহ জেলার বেশ কয়েকটি এলাকায় ফসলের জমির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কলা বাগান, লিচুরবাগানসহ, নষ্ট হয়েছে পানের বরজ। বাগেরহাট জেলায় ১ হাজার ৩৮৫ হেক্টর ফসলের জমি দূর্যোগে ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও শতাধিক গবাদিপশুর নিহতের কথা জানা গেছে। 


ফসলের মাঠ থেকে পানি নিষ্কাশনের জন্য জানায় কৃষকেরা। তারা বলেন, এ পানি যদি না নামানো হয়, তাহলে আমরা সব চাষি মাঠে মরবো।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.