Header Ads

পরিকল্পিত নগরায়ন গড়তে রাজউকের ব্যর্থতা।

রাজধানী ঢাকার বেশিরভাগ ভবনই যদি নিয়ম না মেনে নির্মিত হয় তাহলে পরিকল্পিত নগর গড়ে তোলার দায়িত্বে থাকা সংস্থা রাজধানী উন্নয়ন কতৃপক্ষের ( রাজউক)  কি দরকার? এ প্রশ্ন উঠেছে এক গোল টেবিল বৈঠকে। 




এতে বলা হয়,রাজউক যে অবস্থায় আছে, সেই অবস্থায় ঢাকা বাসযোগ্য করা সম্ভব হবে না। বুধবার ( ১৯ অক্টোবর)  ঢাকার একটি হোটেলে বৈঠকের আয়োজন করে নাগরিক টেলিভিশন। এই বৈঠকে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা ( ড্যাপ ) নিয়ে আলোচনা করা হয়।

বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষিত দেশ বাংলাদেশ। রাজধানীতে খুব কম সংখ্যক ভবন বৈধ। এত অবৈধ ভবন নির্মাণের কারণে পরিবেশের সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।

রাজউকের সমালোচনা করে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশ পরিবেশ আন্দলোনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব। 


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজউককে দিয়ে ঢাকা শহর বাসযোগ্য করার কথা ভাবা অসম্ভব। ঢাকাকে বাসযোগ্য করতে রাজউক কতৃপক্ষের আরও দায়িত্বশীল এবং মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরির প্রতি জোর দেন।


ইকবাল হাবিব বলেন,ঢাকার ভবনগুলোর ৯৫ শতাংশই অবৈধ এবং ৫ শতাংশ বৈধ হলে রাজউকের কি প্রয়োজন?

রাজউকের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ঢাকায় যত মানুষই আসুক আমারা তাদের পরিকল্পিত নগর দেব এটি ভাবা অকল্পনিয়। ঢাকার অবৈধ ভবন নির্মানের পেছনে প্রকৌশলীদের দায় করেন তিনি। কারণ আইন অনুযায়ী ভবন নির্মানকালে সেটি ঠিকভাবে হচ্ছে কি না সেটি তদারকির দায়িত্ব প্রকৌশলীদেরও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.