Header Ads

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল আগামী মাসেই প্রকাশ।

আগামী নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ফলাফল। এ বছর ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ ফলাফল খুব দ্রুতই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফল প্রকাশের পরপরই নিয়োগ দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।




প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, প্রাথমিক শিক্ষা নিয়োগের কাজ চলমান। আগামী নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি প্রকাশ করা হতে পারে। 


পদ বাড়ার ব্যপারে তিঁনি বলেন, এখন পর্যন্ত পদ বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। পদ বাড়বে কিনা সেটা মন্ত্রনালয় থেকে জানানো হবে। 


বর্তমানে বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৬৫ হাজার ৫৬৬ টি। এগুলোতে কর্মরত শিক্ষক আছেন প্রায় পৌনে ৪ লাখ। এখন নতুন করে আরও ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে।


এ নিয়োগ পরিক্ষায় লিখিত ও মৌখিক পরিক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। তিনটি ধাপে এই পরিক্ষা নেওয়া হচ্ছে। কিন্ত চূড়ান্ত ফল একসাথেই প্রকাশ করা হবে।


প্রথম ধাপের লিখিত পরিক্ষায় উত্তির্ন হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ জন এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরিক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.